চাকরি হারাচ্ছেন মেটার ৬ হাজারের বেশি কর্মী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, মে ২০, ২০২৩ এবার চাকরি হারাচ্ছেন মেটার ছয় হাজারের বেশি কর্মী। যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে কাজ করছেন। আগামী সপ্তাহে তাদের শেষ কর্মদিবস হতে পারে। বিশ্ব বাজারে মন্দার কথা মাথায় রেখে গণছাঁটাই করছে মেটা। এর আগেও চাকরি হারিয়েছেন কয়েক হাজার কর্মী। মেটা প্রধান মার্ক জুকারবার্গ আগেই জানিয়েছিলেন, চলতি বছর মে মাসে কিছু কর্মীর চাকরি যেতে পারে। সেই পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে চাকরি হারাতে পারেন ৬ হাজারের বেশি কর্মী। খরচ কমাতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে মেটা। এর আগে গত বছর নভেম্বরে ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। সম্ভবত সম্প্রতি বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করল জুকারবার্গের এই প্রতিষ্ঠান। মেটার এক মুখপাত্র জানান, ছাঁটাইয়ের তৃতীয় ঢেউ আগামী সপ্তাহেই। বিজনেস টিমের উপর এর প্রভাব পড়বে। কবে থেকে তারা কাজ হারাচ্ছেন তা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে। তথ্য প্রযুক্তি/আবির SHARES তথ্য প্রযুক্তি বিষয়: