গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৭ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মে ১৪, ২০২২ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৪ মে) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই সাত জন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: