কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ শিক্ষার্থী নিহত The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২ কুমিল্লা সদর দক্ষিণে ট্রেনে কাটা পড়ে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ বিজয়পুর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। তারা সবাই বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ট্রেনের ধাক্কায় তিন শিক্ষার্থী মারা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে স্বাভাবিক করা হয়েছে। SHARES সারা দেশ বিষয়: