কামরানের মৃত্যুবার্ষিকী আজ, ৪ বছর পর সিসিক’র স্মরণসভা The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২৪ সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। চার বছর আগে ২০২০ সালের ১৫ই জুন না ফেরার দেশে চলে যান কামরান। মহামারি করোনা কাল তখন। চারদিকে শুধু আতঙ্ক আর হতাশা। নিজ বাসা নগরীর মাছিমপুরে মানুষের এই ক্রান্তিকালে পাশে দাঁড়িয়েছিলেন কামরান। খাবার বিতরণসহ নানা সেবায় ব্যস্ত ছিলেন। এমনকি ওই সময় সিলেটের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার তাগিদ ছিল তার। জনসেবা করে করেই মহামারি করোনা কাবু করে কামরানকে। প্রথমে সিলেটে এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকার সিএমএইচে নিয়ে চিকিৎসা করালেও বাঁচানো যায়নি কামরানকে। তার মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছিল। একবার পৌরসভার চেয়ারম্যান ও দুইবার সিলেটের মেয়র ছিলেন কামরান। পাশাপাশি দীর্ঘদিন ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি। তাকে বলা হতো সিলেটের জনদরদী নেতা। কিন্তু সিলেটের এই সাবেক নেতা কামরানের মৃত্যুর পর তাকে স্মরণ করে না কেউ। সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শোকসভার আয়োজন করা হয়নি। দলের পক্ষ থেকে কোনো স্মরণসভা হয়নি। বিষয়টি দৃষ্টিকটু ছিল। চার বছর হলো কামরান নেই। পরিবারের পক্ষ থেকে বছর বছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও দোয়া মাহফিল হয়। আওয়ামী লীগ থেকে স্মরণসভার আয়োজন না করার বিষয়টিও সমালোচিত হয়েছে। তবে, এবার সিলেটের সাবেক এই মেয়র ও রাজনীতিবিদকে স্মরণে নিচ্ছেন বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ ১৫ই জুন কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে মেয়র আনোয়ারের নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে দোয়া ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এটি হবে কামরানকে নিয়ে সিলেটে প্রথম কোনো স্মরণসভা। সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানিয়েছেন, বদরউদ্দিন আহমদ কামরানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর আমানউল্লাহ কমিউনিটি সেন্টারে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এছাড়া নগরীতে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। সিলেটের প্রিয় এই মানুষের মৃত্যুর দিনটি শোক, শ্রদ্ধায় স্মরণ করতে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বলেন, সাবেক মেয়র কামরানের স্মরণসভায় অংশ নিতে নগরের সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষকে দাওয়াত দেয়া হয়েছে। পাশাপাশি শিরনি বিতরণ করা হবে। সিটি মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সিলেটের প্রথম মেয়র। তিনি আমাদের অগ্রজ, আমাদের অনুপ্রেরণা। তাকে স্মরণে রাখতে এ সভার আয়োজন করা হয়েছে। সিলেটের উন্নয়নে সাবেক এই মেয়রের অবদান ভোলার নয়। তিনি নগরীর সামাজিকতার প্রতীক ছিলেন। মনে-প্রাণে তিনি এই নগরের মানুষকে ভালোবাসতেন। মানুষও তার কাছে আশ্রয় খুঁজতো। তিনি প্রশ্ন রেখে বলেন, চার বছরের মধ্যে সিলেটে সাবেক এই মেয়রের জন্য কেউ স্মরণ সভা করেনি বলে জেনেছি। এবার আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকেই এই আয়োজন করছি। সিলেট/আবির SHARES সারা দেশ বিষয়: