কবি পারভেজ হুসেন তালুকদারের জন্মদিন ২৩শে আগস্ট

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২২

স্টাফ রিপোর্ট:

এই সময়ের অন‍্যতম কিশোর কবি, শিশুসাহিত‍্যিক ও লেখক পারভেজ হুসেন তালুকদারের ১৭ তম জন্মদিন।

২০০৫ সালের ২৩শে আগস্ট সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রামে জন্মগ্রহণ করা এই প্রতিভাবান কিশোর লেখালেখির মাধ্যমে সকলের এক পরিচিত মুখ। তিনি বাংলাদেশ সহ বহির্বিশ্বের বিভিন্ন বাংলা পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।

সৃজনশীল এই কিশোরকে ২০২১ সালের ৮ জুন একুশে সংবাদ সহ সুনামগঞ্জের বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে হাওর অঞ্চলের সুলতান ছড়াকার আখ্যায় আখ্যায়িত করা হয়। পিতা মোঃ আবুল কাশেম তালুকদার ও মাতা সুলতানা পারভীনের বড় ছেলে পারভেজ হুসেন তালুকদার ২০১৬ সালে গচিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পাশ করেন এবং ২০১৯ সালে গচিয়া শামসুদ্দিন শিকন্দর উচ্চ বিদ‍্যালয় থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্জন করেন, তিনি এবছর সিলেট বোর্ড থেকে একজন এসএসসি পরিক্ষার্থী। পারভেজ হুসেন তালুকদারের লেখালেখি শুরুটা ছোটবেলায় থেকেই যদিও অষ্টম শ্রেণির ছাত্র থাকাকালীন সময়ে আবির্ভূত হয়েছিলেন পত্র-পত্রিকার পাতায়। পারভেজ হুসেন তালুকদারের ছড়াগুলো শিশুসাহিত‍্য প্রধান হলেও তাঁর কবিতায় ফুটে উঠে দ্রোহ, সাম‍্য, নারীপ্রেম সহ বিভিন্ন সামাজিক বিষয়, যার মাধ্যমে এই অল্প বয়সেই স্থান করতে পেরেছেন পাঠক হৃদয়ে।

পারভেজ লেখালেখির পাশাপাশি সাহিত্য সম্পাদনাও করেন। কাব‍্য কিশোর, মুক্তকথন বের হয় পারভেজ হুসেন তালুকদারের সম্পাদনায়। তাছাড়াও তিনি আলোর মিছিল ম‍্যাগাজিনের শিশু কিশোর পাতা সম্পাদনা করেন। পারভেজের প্রকাশিত বইগুলো হলো: ছড়ার ঝলক, মজার পড়া ছন্দ ছড়া, স্মৃতির আলপনায় কাব‍্য, চাওয়া না চাওয়া। এছাড়াও তিনি অনেক যৌথগ্রন্থ প্রকাশ করেছেন।

সিলেট/আবির