কক্সবাজারে হোটেল থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৩

 

কক্সবাজার শহরের হলিডে মোড়ের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে আওয়ামী লীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে হোটেল সানমুনের ২০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাইফ উদ্দিন শহরের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। সাইফ উদ্দিন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন করেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার বিকেলে সাইফ উদ্দিন সানমুন হোটেলে রুম নিয়েছিলেন। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

সারাদেশ/আবির