এমসি কলেজে ‘ফ্রেন্ডস স্কোয়াড’ সমাজবিজ্ঞান ২৩-তম ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৩ স্টাফ রিপোর্ট: গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা কঠিন। তবে গাছপালা লাগানো নয়, গাছ কাটার দিকেই আমাদের ভ্রুক্ষেপ বেশি লক্ষ্য করা যায়। তাই গাছ লাগানোর উদ্যোগটা আমাদের সকলের নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার সাথে বৃক্ষরোপণ বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই ঘাটতি পূরণে ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। ১৮ জুন, রবিবার। সকাল ১১:০০ টায় ‘ফ্রেন্ডস স্কোয়াড’ সমাজবিজ্ঞান বিভাগের (২০১৯-২০) ব্যাচ-২৩ এমসি কলেজের শিক্ষার্থীরা বৃক্ষরোপণ করেন। “ক্যাম্পাসের বায়ু ক্যাম্পাসের মাটি, গাছ লাগিয়ে করবো খাটি” স্লোগান নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের করেছেন। বৃক্ষরোপণের উল্লেখযোগ্য গাছগুলো হলো, আম, লিচু, নারিকেল, কমলা, আমড়া, কাঠাল, বুবি (লটকন), পেয়ারা ও পেঁপেি ইত্যাদি। এই ছোট ছোট গাছগুলো কয়েক বছর পর ক্যাম্পাসে মাথা উচু করে দাড়াবে আর বন্ধুদের কথা মনে করিয়ে দিবে। নতুন করে পরিচয় করিয়ে দিবে এবং ক্যাম্পাসে বন্ধুদের বন্ধনকে দীর্ঘদিন বাচিঁয়ে রাখবে। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অর্থ এবং শ্রম দিয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন, সমাজবিজ্ঞান বিভাগ অনার্স ৩য় বর্ষ ব্যাচ-২৩ (সেশন ২০১৯-২০) এর শিক্ষার্থী আহমেদ হাসান মান্না, ফরহাদ আহমেদ রাজু, জনি, সুয়েব, পুর্নিমা, জহিরুল, হিফযুর, গুলজার, সৈকত, এহসান, শতাব্দী, সুমিত, দ্বীপ, শিউলি, জীবন, কাওসার, নাসিম, তন্বী আফিয়া, এমাদ, ইসরাত, মারুফ, নিক্কাত, তৃণা, জাকিয়া, কামরান, বর্ণালী, শিলা, সুর্বণা, আলী আহমেদ ও ফাল্গুনী এবং তারা সবাই মিলে বৃক্ষরোপণ করেন। বৃক্ষরোপণের সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ হাবিবুর রহমান, বিভূতি ভূষণ দাস, অঘ্রাতা সৌরভ, ফারহানা ইসলাম। সিনিয়রদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, অরুপ তালুকদার, জুয়েল তালুকদার, সজিব আহমেদ, কাজী ওমর সানী, হাকিম কাওসার, চৈতী দাস ও আনিকা সূত্রধর। সিলেট/আবির SHARES শিক্ষাঙ্গন বিষয়: