এবারে দেশে মোট হজযাত্রীর সংখ্যা ৫৭ হাজার ৫৮৫ জন The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মে ১৩, ২০২২ এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দেশে মোট হজযাত্রীর সংখ্যা মোট ৫৭ হাজার ৫৮৫ জন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমীনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার(১২ মে) জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়৷ জানা গেছে, এ বছর সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন হজব্রত পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজ করবেন। এবার বাংলাদেশের হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে হবে। দশম বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং আগের বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। গত ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে দ্বিপক্ষীয় হজচুক্তি স্বাক্ষরিত হয় এবং বৈঠকে আসন্ন হজ ২০২২ এর সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই ২০২২/৯ জিলহজ্জ ১৪৪৩ হিজরি সনের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান, শওকত হাচানুর রহমান (রিপন), মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, জিন্নাতুল বাকিয়া, মোসা. তাহমিনা বেগম এবং বেগম রত্না আহমেদ অংশগ্রহণ করেন। সিলেট/আবির SHARES ইসলাম বিষয়: