এনডিএফ বিডি সিলেট জোন’র বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের অগ্রদূত কেন্দ্রীয় সংগঠন এনডিএফ বিডি সিলেট জোন কর্তৃক আয়োজিত ‘বিতর্ক প্রতিযোগিতা ও ইফতার মাহফিল’ সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্টানে সারা বাংলাদেশে এনডিএফ বিডি’র বিতর্কসহ বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরা হয় এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

৩ এপ্রিল, বুধবার। সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী ও বিতার্কিক নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেজরটিলা এলাকার স্বনামধন্য স্কলার্সহোম কলেজে স্কুল ও কলেজ শাখার কুইজ প্রতিযোগিতা, সংসদীয় বিতর্ক, ইংলিশ পাবলিক স্পিকিং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব মো: ফজলুল হক, স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির কো-চেয়ারম্যান সিলেট জোন প্রধান জনাব খলীলুর রহমান। ইফতার মাহফিলে কনভেনার ছিলেন এনডিএফ বিডি সুনামগঞ্জ জেলা প্রধান আমজাদ হোসেন জিলানী। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা প্রধান মোস্তাফিজুর রহমান, সিজান শেখ, জয়নাল আবেদীন কুরেশী এবং আরিফ হাসান। সমাপনী বক্তব্যে এনডিএফ বিডি সিলেট জোনের কমিটি ঘোষণা করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পাবিলিক স্পিকিং (ইংরেজি) ১ম ও ২য় স্থান অর্জন করেছেন স্কলার্সহোম কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাত ও মারিয়া আফনান, ৩য় স্থান অর্জন করেছেন জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের আহনাফ। কুইজে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছেন জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের ছাত্র তোফাজ্জল হোসেন সানী, সাকিয়ে কায়সার মাহিয়ান ও তালুকদার তাহসিন। সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দল অগ্নিবীণার হয়ে বিতর্ক করে সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ক্যাডেট মাসরুর, ও জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে আব্দুল্লাহ বিন ফাত্তাহ ও সাকিয়ে কায়সার মাহিয়ান। রানার্সআপ দল ‘ওয়ানে’ ছিল জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজের সাজিদ, ঐশিক সাহা ও অনামিকা দত্ত। এ সকল প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে

সিলেট/আবির