একজন কাউন্সিলর চাইলেই পদ ছেড়ে দেব: প্রধানমন্ত্রী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২ আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে কোন চমক থাকছে কী না এমন প্রশ্নের জবাবে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একজন কাউন্সিলর চাইলেই পদ ছেড়ে দেব। আমি চাই দলে নতুন নেতৃত্ব আসুক।’ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। জাতিসংঘ সম্মেলনে যোগদান ও যুক্তরাজ্য সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রোহিঙ্গা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশটা ছোট। রোহিঙ্গা শরণার্থী নিয়ে আমাদের যে সমস্যা, সেটা বিশ্বের কাছে তুলে ধরেছি। যেহেতু আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। তাদের ফেলে দিতে পারি না। আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করেছি। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর চেষ্টা করছি।’ সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: