ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতিতে কাজ করছে যুক্তরাষ্ট্র The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৪ ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত বন্ধে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। বুধবার দুটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চেষ্টা করলেও ইসরায়েল লেবাননের ওপর হামলা জোরদার করেছে। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেক থেকে বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী। ৭ অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার বাসিন্দাদের সমর্থনে পরের দিন থেকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। সম্প্রতি এই হামলা তীব্র হয়েছে। ইসরায়েলে হামলায় হিজবুল্লাহর কয়েক জন শীর্ষনেতাও নিহত হয়েছেন। আন্তর্জাতিক/আবির SHARES প্রচ্ছদ বিষয়: