ইভিএমের ব্যবহার জানাতে ভোটারদের এসএমএস দিচ্ছে ইসি The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে রাজনৈতিক শিবিরে আলোচনা-সমালোচনা দুই-ই চলছে সমানতালে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত, ১৫০টি সংসদীয় আসনে ইভিএম ব্যবহার করবে তারা। সেজন্য সচেতনতা বাড়াতে ভোটারদের নানাভাবে ইভিএম ব্যবহার পদ্ধতি জানানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৯ অক্টোবর) থেকে ভোটারদের এসএমএস দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি জানান। ভোটারদের মোবাইলফোনে পাঠানো এসএমএ-এ লেখা হয়, ‘ইভিএমে ভোট দিতে পছন্দের প্রতীকের পাশের সাদা বাটন এবং ভোট নিশ্চিত করতে সবুজ বাটন চাপুন- ইসি।’ যদিও এর আগে বিভিন্ন নির্বাচনের সময় এসএমএস দিয়ে ভোটারদের নানাভাবে ইভিএম ব্যবহার পদ্ধতি জানানো হয়। তবে এখন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এসএমএস দেওয়া হচ্ছে বলে জানান নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আসাদুজ্জামান। এদিকে, আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ইভিএম কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সরকারের অনুমোদনের জন্য প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। সিলেট/আবির SHARES জাতীয় বিষয়: