ইতালি উপকূলে অভিবাসীবাহী জাহাজ ডুবে মৃত্যু ৪১ The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৩ ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে উপকূলে শহর অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর ডয়চে ভেলে। স্থানীয় সময় বুধবার জাহাজডুবির ঘটনায় অন্তত শিশুসহ চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৪৫ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী বহন করছিল নৌযানটি। মাল্টার একটি জাহাজ ওই সব যাত্রীদের উদ্ধার করে। যাত্রীদের মধ্যে ১৫ জনের পরনে লাইভ জ্যাকেট থাকলেও তারা ডুবে যায়। ইতালির সংবাদ সংস্থা এএনএসএ ও আরএআইয়ের বরাতে এখব প্রকাশ করেছে ডয়চে ভেলে। বৈরী আবহাওয়ার কারণে বিশাল আকার ঢেউয়ের তোড়ে যানটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া বৈরী ছিল এবং সাগর ছিল উত্তাল। নৌযানটি বৃহস্পতিবার যাত্রা শুরু করে এবং সাড়ে ছয় ঘণ্টা পর এটি সাগরে ডুবে যায়। ইতালির কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সম্প্রতি দেশটিতে ৯০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী আশ্রয় নিয়েছে। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: