ইউক্রেন নিয়ে প্রথমবারের মতো রুশ ও মার্কিন সেনাপ্রধানের আলোচনা

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ২০, ২০২২

 

ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের মধ্যে ফোনালাপ হয়েছে।

রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান মার্ক মিলির সঙ্গে এ আলোচনা করেন। আড়াই মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ ইস্যুতে এটাই প্রথম দুটি প্রভাবশালী দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা। খবর আনাদোলুর।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষের উদ্যোগে দুই দেশের সেনাপ্রধানের এ ফোনালাপ হয়েছে।

ইউক্রেন ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে দুই সেনাপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। মস্কো অবশ্য এটাকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে বর্ণনা করেছে।

সিলেট/আবির