ইউক্রেনে আরও একশ’ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনে অতিরিক্ত একশ’ কোটি মার্কিন ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সফরের পর কিয়েভে আসেন জ্যানেট। তিনি প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে সাক্ষাত করেন। এ সময়ে তিনি অতিরিক্ত একশ ২০ কোটিরও বেশি মার্কিন ডলার ইউক্রেন সরকারকে দেওয়ার ঘোষণা দেন। কিয়েভে এক বক্তব্যে তিনি আরও বলেন, আগামী মাসগুলোতে যুক্তরাষ্ট্র কিয়েভকে যে এক হাজার মার্কিন ডলার দেবে এটি তার প্রথম কিস্তি। রাশিয়ার বিরুদ্ধে লড়তে, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। গত বছর কিয়েভকে যুক্তরাষ্ট্র পাঁচ হাজার কোটি ডলার অর্থ সহায়তা দিয়েছে। এদিকে ইয়েলেনের সাথে বৈঠক শেষে জেলেনস্কি ওয়াশিংটনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, যুদ্ধের প্রথম দিন থেকেই যুক্তরাষ্ট্র কেবল অস্ত্র দিয়ে নয়, আর্থিকভাবেও জোরালো সমর্থন দিয়ে আসছে। আন্তর্জাতিক/আবির SHARES আন্তর্জাতিক বিষয়: