ইউক্রেনের সুমি শহরে বিমান হামলা, নিহত ২২

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২২

 

 

ইউক্রেনের সুমি শহরে রাশিয়ার বিমান হামলায় ৩ শিশু সহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সুমি শহরের আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি। এক এপ্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সুমির আঞ্চলিক গর্ভনর দিমিত্রো যাইভিৎস্কি বলেন, মঙ্গলবার সারা রাত ধরে একটি আবাসিক এলাকায় বোমা ফেলেছে রাশিয়া। ওই ঘটনাকে তিনি ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন।

বিবিসি ইউক্রেনকে তিনি বলেছেন, এক রাতেই তিনটি বোমা…এটা ছিল ভয়াবহ একটি রাত। একটি বাড়িতে নয়জন নিহত হয়েছে। ছয়টি বাড়ি ধ্বংস হয়ে গেছে, আরও অন্তত ২০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, সুমি থেকে দুই ধাপে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো জানান, প্রায় ৫ হাজার মানুষ ও ১ হাজারের বেশি ব্যক্তিগত গাড়ি ইতোমধ্যে নিরাপদ স্থানে পৌঁছানো হয়েছে।

আন্তর্জাতিক/আবির