আর্জেন্টিনার বিপক্ষে খেলে বিদায় বলবেন কিয়েলিনি

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২২

 

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়া হয়নি ইতালির। সেই হতাশায় ক্যারিয়ারটা আর লম্বা করতে চাচ্ছেন না ডিফেন্ডার জর্জো কিয়েলিনি। ২০২১ ইউরো জেতা ইতালির অন্যতম সদস্য বিদায় বলে দিচ্ছেন আন্তর্জাতিক ফুটবলকে। তার জন্য বেছে নিয়েছেন ইতালি-আর্জেন্টিনার প্রীতি ম্যাচের ক্ষণ।

১ জুন ওয়েম্বলিতে কোপা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে ইতালি। গত বছর যে মাঠে আজ্জুরিরা জিতেছিল ইউরো।

সোমবার সাসুউলোর বিপক্ষে জুভেন্টাসের ২-১ গোলে জেতা ম্যাচের পর ৩৭ বছর বয়সী কিয়েলিনি ডিএজেডএনকে বলেছেন, ‘ওয়েম্বলিতে জাতীয় দলকে আমি বিদায় জানাবো। যে মাঠে ইউরো জিতে আমার ক্যারিয়ারের চূড়া দেখতে পেরেছিলাম।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমি আসলে আজ্জুরিদের একটা ভালো স্মৃতি নিয়ে বিদায় বলতে চাই। ওই ম্যাচটা নিশ্চিতভাবে ইতালির হয়ে আমার শেষ ম্যাচ।’

১১৬টি ম্যাচ খেলা কিয়েলিনির অভিষেক হয়েছে ২০০৪ সালে। গত বছর ইউরো জিততে অন্যতম ভূমিকা পালন করলেও ২০১২ সালে রানার্স আপ হওয়া দলটিরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

ইতালির হয়ে যৌথভাবে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় রয়েছেন পঞ্চম স্থানে। তার সঙ্গে রয়েছেন কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো। তাদের থেকে বেশি ম্যাচ খেলেছেন ড্যানিয়েল ডি রসি, পাউলো মালদিনি, ফাবিও কানাভারো ও জিয়ানলুইজি বুফন।

ইতালির রক্ষণের মূল ভরসা কিয়েলিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন কিনা- সে বিষয়টি ভেবে দেখেননি। তার কথা হলো, ‘জুভেন্টাসের সঙ্গে মধুর সম্পর্কটা এখনই শেষ হচ্ছে না। হওয়ারও কথা নয়। তবে মৌসুমের শেষে সবকিছু নিয়ে ভাবতে হবে। পরিবারের সঙ্গে কথা বলে জানতে হবে- আমার জন্য কোনটা ভালো হবে।’

সিলেট/আবির