আমাদের রসায়ন বেশ ভালো: বুবলি

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

 

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলি। ঈদের দুই সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। তার অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা। এছাড়া সাইফ চন্দন পরিচালিত ‘লোকাল’ সিনেমাটিও দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

শবনম বুবলি বলেন, সুপারস্টার শাকিব খান অনেক বছর ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন আমাদের সিনেমা। তার সঙ্গে কারো তুলনা চলে না। চলচ্চিত্রে এসেছি তার বিপরীতে অভিনয় করে। আমাদের পর্দায় রসায়ন বেশ ভালো।

তিনি আরও বলেন, আদর আজাদের সঙ্গে তালাশ সিনেমায় প্রথম আমাকে দেখেছেন দর্শক। প্রথম সিনেমাতে দর্শক বেশ প্রশংসা করেছেন। এবার ঈদে লোকাল সিনেমাটির কথা অনেকেই বলেছেন। জুটি গড়ে ওঠা আসলে পরিচালক, প্রযোজক ও দর্শকের বিষয়। তারা চাইলে অবশ্যই হবে।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় বুবলির বিপরীতে আছেন শাকিব খান। ‘লোকাল’ সিনেমায় আদর আজাদ।

শবনম বুবলি অভিনীত কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে উল্লেখযোগ্য- চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’, সৈকত নাসির পরিচালিত ‘ক্যাসিনো’, মো. ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’।

বিনোদন/আবির