আওয়ামী লীগ সরকার গ্রামকে শহরে রুপান্তরিত করেছে: ডক্টর সামছুল হক চৌধুরী The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩ স্টাফ রিপোর্ট: আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ডক্টর সামছুল হক চৌধুরী। ১৪ জানুয়ারি, শনিবার। আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বলেন- বর্তমান শেখ হাসিনা সরকার ধীরে ধীরে গ্রামকে শহরে রুপান্তরিত করে যাচ্ছে। যার চাক্ষুষ প্রমান আজকের এই স্হাপনা। এত বড় মনোমুগ্ধকর স্থাপনা এই অঞ্চলের শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখবে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের দৃঢ় নেতৃত্ব ও সুপরিকল্পনায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছে গেছে। গ্রাম প্রধান বাংলাদেশের দারিদ্র্যপীড়িত গ্রামগুলোর দৃশ্যপটে আমূল পরিবর্তন এসেছে। গ্রামকে কেন্দ্র করে সরকার ব্যাপক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। উন্নয়নের মহাসড়কে এখন বাংলাদেশ। তেমনি সুনামগঞ্জ জেলার দিরাই-শাল্লায় উন্নয়নের ছোঁয়া পেয়ে উন্নীত হয়েছে অবহেলিত জেলাটি। নিঃসন্দেহে এটি ইতিবাচক ও যুগোপযোগী অঙ্গিকার। বর্তমান সরকারের সবচেয়ে ইতিবাচক দিক হলো উন্নয়নচিন্তার মধ্যে গ্রামকে স্থান দেওয়া। শহুরে নাগরিক জীবনের আধুনিক সব সুযোগ-সুবিধা এবং নাগরিক অধিকার গ্রামেও নিশ্চিত হয়েছে। স্কুলটি পরিদর্শককালে ডক্টর সামছুল হক চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্ঠাতা শিক্ষক জনাব লুৎফুর রহমান এওর মিয়া সাহেব, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আব্দুছ সালাম সাহেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ সজ্জাদ আলী সাহেব, বিদ্যালয়ের অবৈতনিক প্রতিষ্ঠাতা শিক্ষক এবং প্রতিষ্ঠাতা সদস্য জনাব ছাদিকুর রহমান আশিক, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব ওমর ফারুক অমৃত, দাতা সদস্য জনাব মুহি উদ্দিন কাসেমী সাহেব, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব মনিরুজ্জামান মধু, এবং ১ নং ওয়ার্ড সদস্য জনাব হারুনুর রশীদ হারুন প্রমুখ। সিলেট/আবির SHARES প্রচ্ছদ বিষয়: