অনলাইনে ট্রেনের টিকিট: মিনিটে ২০ ক্লিকের চাপ নিতে পারছে না সার্ভার

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৩

ঈদের আর মাত্র ১১ থেকে ১২ দিন বাকি। অনলাইনে ট্রেনের টিকিট কাটতে গিয়ে ভোগান্তির শেষ নেই। ইতোমধ্যে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে মরিয়া হয়ে পড়েছেন টিকিট প্রত্যাশীরা। তারপরও ট্রেনের টিকিট শতভাগ অনলাইন হওয়ায় সার্ভারে মিনিটে ২০ বার ক্লিক করছেন ঈদযাত্রীরা।

রেল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত মানুষ অনলাইনে ঢুকতে গিয়ে ‘সার্ভারের জটিলতার’ সৃষ্টি হয়েছে।

ঘড়ির কাঁটা সোমবার সকাল ৮টায় পৌঁছার সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি শুরু হয়। প্রায় ২৯ হাজার টিকিট বিক্রির কথা।

২০ এপ্রিল ঈদের আগে শেষ কর্মদিবস হওয়ায় ব্যাপক চাপ রয়েছে। স্বল্প সময়ের মধেই উত্তরবঙ্গের অধিকাংশ টিকিট বিক্রি হয়ে যায়। সোমবার দেওয়া হচ্ছে ২০ এপ্রিলের টিকিট।

চলতি বছর ট্রেনের টিকিট অনলাইনে শতভাগ পাওয়া যাচ্ছে। অতিরিক্ত মানুষ চেষ্টা করার ফলে কিছুটা জটিলতা তৈরি হলেও সার্ভার সচল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাধারণ মানুষ টিকিট না পেয়ে ছুটে আসেন কাউন্টারে। তাদের অভিযোগ, অনলাইনে প্রবেশ করা যাচ্ছে না।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি হবে ২১ এপ্রিলের টিকিট।

সারাদেশ/আবির