অঙ্কনের অপেক্ষার প্রহর ফুরালো The Daily Sylhet The Daily Sylhet প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪ রাত পোহালেই শুরু টেস্ট। তখনো আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া না ছাড়ার বিষয়টি। এর মধ্যে হঠাৎ দলে আসে এক পরিবর্তন। অনুশীলনে কনকাশন হয়ে ছিটকে যান জাকের আলী অনিক, তাতে কপাল খোলে মাহিদুল ইসলাম অঙ্কনের। মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয় অঙ্কনের। তাকে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টের ক্যাপ তুলে দেন মুমিনুল হক। বাংলাদেশের ১০৬তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারের। অঙ্কন ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল)। ঢাকা বিভাগকে দিচ্ছিলেন নেতৃত্ব, প্রথম রাউন্ডে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি (১১৮)। দ্বিতীয় রাউন্ড শেষের আগেই এলো ‘ন্যাশনাল ডিউটি’র সুখবর। সন্ধ্যায় ঢাকা থেকে চট্টগ্রামে উড়ে আসেন, যোগ দেন টিম হোটেলে, সকালেই পান টেস্ট ক্যাপ। ক্রীড়াঙ্গন/আবির SHARES প্রচ্ছদ বিষয়: